যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার গাজা উপত্যকা নিয়ে তার পরিকল্পনার কথা জানান, যা তিনি দাবি করেছেন ‘সত্যিকার অর্থে কার্যকর।’ তবে তিনি স্পষ্ট করে বলেন, এই পরিকল্পনাটি বলপ্রয়োগের মাধ্যমে বাস্তবায়িত করবেন না। ফক্স নিউজ রেডিওর ব্রায়ান কিলমিডের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি এটি করতে চাই, কিন্তু বলপ্রয়োগ নয়, আমি শুধু বসে থেকে সুপারিশ করব।"
গাজার বিষয়ে তার প্রস্তাবের বিরোধিতা করায় ট্রাম্প জর্ডান ও মিশরের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেন, বিশেষ করে যখন তিনি বলেন, "আমরা প্রতিবছর তাদেরকে কয়েক বিলিয়ন ডলার দিচ্ছি, তাই আমি অবাক হয়েছি তারা এমন মন্তব্য করল।" পাশাপাশি, তিনি দাবি করেন যে, গাজার জনগণ যদি সুন্দর একটি কমিউনিটিতে থাকার সুযোগ পায়, তারা অন্য কোথাও চলে যেতে চাইবে।
ট্রাম্প বারবার গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর স্বপ্ন দেখেন, যেখানে তিনি গাজাকে পুনর্নির্মাণ করে উন্নত একটি জায়গা হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন। তবে তার এই পরিকল্পনা আরব বিশ্বসহ অন্যান্য দেশের তীব্র বিরোধিতার মুখে পড়েছে, যারা এটিকে জাতিগত নির্মূলকরণের অংশ হিসেবে বিবেচনা করছেন।